#Business

ভারতবর্ষে আজকের দিনে সোনার মূল্য। Gold Price Today in India.

Gold Price Today in India

Gold Price Today in India:

আজকের দিনে সোনার (১০ গ্রাম 24K সোনা ) দাম কলকাতা তে
72,160.00 Indian Rupees

ভারতবর্ষে আজকের দিনে সোনার মূল্য। Gold Price Today in India –

Gold Price Today in India
AI Generated

সোনা হলো বর্তমান সমাজে একটা খুবই নিত্য প্রয়োজনীয় অলংকার যেটা খুবই দামি একটা বস্তু যা প্রায় প্রীতিটা মানুষের বাড়িতে প্রয়োজন বিশেষ করে মেয়েদের জন্যে তাই আমাদের সঠিক ভাবে সোনার দাম নিয়ে সবকিছ জেনে নেবো।

আজকালের দিনে সোনার দাম নিয়ে আমরা রোজ অনেক আপডেট দেখতে পাই তাই সঠিক ভাবে বর্তমান দিনে সোনার দাম টা নির্বাচন করে কেনা উচিত। আর তার সাথে সাথে আমরা এটাও জানি যে সোনার দাম প্রতিনিয়ত উঠা নামা করে এবং প্রতিটা শহরের অনুপাতে সোনার দাম কম বেশি হয়ে থাকে তাই আজ আমার সোনার দাম এর আপডেট নিয়ে সঠিক বিবরণ দেখবো।

Synopsis –

আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার এর সাথে সোনার দামের ব্যাপার ওতোপ্রতো ভাবে জড়িত।
যখন মার্কিন ডলার কমে যায় তখন সোনার দাম বেড়ে যায় আবার মার্কিন ডলার বেড়ে গেলে তার সাথে সোনার দাম কমে যায়।

সোনার দাম কিসের ভিত্তিতে পরিবর্তন হয় –

সাধারণত সোনার দাম নির্ভর করে দেশে supply, demand এবং investor behavior এর
উপর তার পাশাপাশি ভবিষ্যাতে প্রোডাকশন ,supply এবং demand এর উপরেও নির্ভর করে।
গুরুত্তপূর্ণ বিষয় টি এটাই হলো যে দেশের আয় বেয় এর সাথে সোনা এর দাম উঠা নামা করে।

সোনার দাম এবং এর প্রয়োজনীয়তা নিয়ে কিছু গবেষণা –

গত ৩ সপ্তাহে দেখা গেছে যে ৩৮ লক্ষ বিবাহ শিরোমনি তে সোনার সাপ্লাই করা হয়েছে যা ভারত বর্ষে আন্তর্জাতিক ব্যবসা এর খেতে খুবই লাভদায়ী হয়ে উঠেছে এবং আগামী দিনেও এর চাহিদা এবং ডিমান্ড আর ও বাড়বে।
আমরা এটা ভালোভাবেই জানি যে ভারতবর্ষে নভেম্বর থেকে ফেব্রুয়ারী পর্যন্ত বিবাহ শিরোমনি সবথেকে বেশি হয় আর সোনা হলো সবথেকে মূল্যবান এবং পুরোনো পরম্পরার একটি শুভ নিদর্শন সরূপ একটি অলংকার তাই এই সময় সোনার দাম এবং চাহিদা সবথেকে বেশি হয় আর বাকি সময় গুলোতে সোনার দাম টা কম হয়ে থাকে।

তার থেকে সবথেকে প্রয়োজনীয় কারণ হলো এটাই যে আমরা সবাই জানি যে ভারতের মুদ্রা অন্নান্য দেশের মুদ্রার থেকে অনেক দুর্বল তাই কারেন্সী এর যত উঠা নামা হয় মানে ভারতীয় কারেন্সী যদি বাড়ে তো সোনার দাম কম হয় এবং যদি কারেন্সী কমে যায় তাহলে সোনার দাম বেড়ে যায়।

FAQ (Gold Price Today in India)

১) কিভাবে সোনার দাম নির্ণয় করা হয় ?
Ans – সোনার দাম সাধারণত নির্ভর করে US ডলার , আমদানির খরচ , ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট এবং আন্তর্জাতিক দাম দরের উপর।
২) সোনার দাম প্রতিটা শহর অনুপাতে আলাদা হয় কি করে ?
Ans – শহর অনুযায়ী সোনার দাম আলাদা হয় কিছু কিছু জিনিস এর উপর নির্ভর করে যেমন পরিবহন এর খরচ , সোনার কোয়ালিটি এবং স্থানীয় ট্যাক্স এর ভিত্তিতে।
৩) 22k এবং 24k সোনার মধ্যে পার্থক্য কি ?
Ans – 24K হলো ১০০% শুদ্ধ সোনা যার মধ্যে অন্য কোনো বস্তুর মিশ্রণ থাকেনা আর 22K সোনা হলো ৯১ % শুদ্ধ যার মধ্যে কিছু পরিমান রুপা এবং কপার এর মিশ্রণ থাকে।

“আশা করি আপনাদের “ভারতবর্ষে আজকের দিনে সোনার মূল্য। Gold Price Today in India” এই article টি পছন্দ করেছেন এবং সমস্ত তথ্য বুঝতে পেরেছেন। অনুগ্রহ করে এই আর্টিকেল টি (ভারতবর্ষে আজকের দিনে সোনার মূল্য। Gold Price Today in India) আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরো article এর জন্য আমাদেরওয়েবসাইট টি follow করুন। ধন্যবাদ”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *